kolkata

1 year ago

Massive Fire:দাসপুরে ধূপের কারখানায় অগ্নিকাণ্ড,আগুন নেভানোর কাজে 6টি ইঞ্জিন

Massive Fire:
Massive Fire:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ধূপের কারখানায় অগ্নিকাণ্ড। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এখনও পুরোপুরি নিয়ন্ত্রনে আসেনি আগুন। বুধবার রাত 1টা বেজে 45 মিনিটে ধূপের কারখানায় দাউ দাউ করে আগুন জ্বলছে দেখে স্থানীয়রা খবর দেয় দমকলে ৷ দু'দফায় ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন ৷ কিন্তু রাতের অন্ধকার কেটে দিনের আলো ফুটলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলেই খবর ৷ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জে ৷ ধূপের কারখানায় ভয়াবহ আগুনের জেরে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 2 হাজার শ্রমিক ৷ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান ৷

দাসপুরের বাসিন্দা রাজকুমার দাসের কারখানা এটি । এই ধূপের কারখানায় দেড় থেকে দুই হাজার কর্মী কাজ করতেন। মঙ্গলবার গভীর রাতে এই কারখানায় আগুন লেগে যায় ৷ খবর পেয়ে ঘাটাল দমকল বিভাগ থেকে ঘটনাস্থলে দমকলের দু'টি ইঞ্জিন আসে ৷ তবে কোনভাবেই আগুন নিয়ন্ত্রণ করতে পারেনি তারা। পরে পাঁশকুড়া, মেদিনীপুর ও গড়বেতা থেকে আরও 4টি ইঞ্জিন আসে ৷ তাও আগুন এখনও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। আপাতত 10টি ইঞ্জিন ও 5টি পাম্প বসিয়ে আগুন নেভানোর কাজ চলছে ।

তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই । ঘটনার সময় কারখানার ভিতরে একজন নাইট গার্ড ছিলেন বলে জানা গিয়েছে ৷ আগুন লাগার ঘটনা টের পেতেই লাফ দিয়ে তড়িঘড়ি বেরিয়ে আসেন তিনি । দাসপুরের এই কারখানাটি বহু পুরানো ৷ স্থানীয়দের অভিযোগ, দমকল অনেক দেরিতে ঘটনাস্থলে পৌঁছয় বলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। ক্ষণিকের মধ্যেই পুরো কারখানা এলাকা আগুনের গ্রাসে চলে আসে । কিন্তু কীভাবে এই ভয়াবহ আগুন লাগল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজনেরা। ঘটনাস্থলে পৌঁছয় দাসপুর থানার পুলিশও।


You might also like!