kolkata

1 year ago

Mankundu: লাইনে ফাটল,হাওড়া-ব্যান্ডেল শাখায় দেরীতে চলল ট্রেন

Train ran late on the Howrah-Bandel branch (Symbolic Picture)
Train ran late on the Howrah-Bandel branch (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মানকুণ্ডুর ডাউন এক নম্বর লাইনে ফাটল নজরে আসায় সপ্তাহের শেষ  দিনে যাত্রীদের পড়তে হল ভোগান্তিতে। সকাল নটা পনেরো নাগাদ বিষয়টি রেল কর্মীদের নজরে আসে, এরপর রেল লাইন মেন্টেনেন্সের কর্মীরা এসে কাজ শুরু করেন। এর ফলে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচল সাময়িক ব্যহত হয়।

জানা গিয়েছে, দুনম্বর রিভার্স লাইন দিয়ে ট্রেন চালু থাকে। ফাটল সায়মিক মেরামত করে ত্রিশ কিমি গতিবেগে ট্রেন চালানো হয় ডাউন লাইন থেকে। রেল কর্মীরা জানিয়েছেন, ফাটল ধরা ট্রাক বদল করে ফিসপ্লেট লাগিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। ঠান্ডার সময় লোহার ট্রাকে টান পরে। সেই কারণেই ফাটল ধরে।

রেল কর্মী সুকদেব মণ্ডল বলেন, “লাইনে ফাটল হওয়ার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে চলে আসি। ইমারজেন্সি প্লেট লাগানো হয়। ট্রেন ধীর গতিতে চলাচল করছে। স্থায়ী ভাবে যখন ট্রাক পাল্টানো হবে তখন ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকবে।” উল্লেখ্য, একে শীতকাল। তারপর আবার পিকনিক মুড। এই সময় জেলা মফ্ফস্বল থেকে প্রচুর মানুষ ভিড় জমান কলকাতায়। নিকোপার্ক থেকে ইকোপার্ক, চিড়িয়াখানায় ভিড়। সেক্ষেত্রে জেলার নিতান্ত মধ্যবিত্তের  কাছ কলকাতায় আসার প্রধান মাধ্যম ট্রেন। সেক্ষেত্রে বএই ভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় কিছুটা হলেও সমস্যায় যাত্রীরা।

You might also like!