দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের নয়া প্রচার শুরু আজ থেকে। প্রচারে বেরিয়ে বাড়ি বাড়ি যাবেন প্রার্থী-সহ নেতারা। ১০০ দিনের কাজের টাকা পাওয়ার অধিকার। আবাসে ঘর পাওয়ার অধিকার। অথচ কেন্দ্র সেই অধিকার দিচ্ছে না। এরপরই ‘বাংলা বিরোধীদের বিসর্জন’ দিতে জোরকদমে প্রচারে নামতে চলেছেন তৃণমূল প্রার্থীরা। মঙ্গলে ‘তফসিলির সংলাপ’ কর্মসূচি ঘোষণার পর, বুধবার থেকে শুরু হচ্ছে ঘাসফুল শিবিরের নয়া প্রচারাভিযান ‘বাংলার অধিকার যাত্রা।’
চমকে ভরা তৃণমূলের প্রচার কর্মসূচি ‘বাংলার অধিকার যাত্রা’র মূল লক্ষ্য হল, ‘জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন’। সেই লক্ষ্যে তৃণমূলের ৪২ জন প্রার্থী নিজ নিজ লোকসভা কেন্দ্রে ১০ দিন টানা প্রচার চালাবেন। যেখানে তাঁরা বৈঠক করবেন জেলা নেতৃত্বের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে। একটি করে কর্মী সম্মেলন এবং প্রথম দিনে সংবাদমাধ্যমের কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলের নির্দেশ অনুযায়ী, আগামী ৭ থেকে ১০ দিন প্রার্থীরা সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্র জুড়ে জনসভা, বৈঠক, মিছিল এবং স্থানীয় বাসিন্দাদের বাড়ির দরজায় দরজায় ঘুরে প্রচার করবেন। বুধবার এই প্রচার কর্মসূচি শুরু হচ্ছে ঘাটাল, মেদিনীপুর, তমলুক, বালুরঘাট, আলিপুরদুয়ার, কোচবিহার এবং মালদা উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রে।
প্রচারের অংশ হিসেবে তৃণমূলের তরফে দলের প্রার্থীদের নির্দেশ দেওয়া হয়েছে, নিজের লোকসভা কেন্দ্রে বঞ্চিত ১০০ দিনের কাজের শ্রমিক, আবাস যোজনার উপভোক্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রার্থীরা। কেন্দ্রের মোদি সরকার যে বাংলার মানুষকে বঞ্চিত করছে এবং তৃণমূল কংগ্রেস সেই মানুষের অধিকারের জন্যই লড়ছে, সেটা মানুষকে বোঝাতে হবে। এছাড়াও ব্রিগেড মঞ্চ থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে ‘জমিদার বিসর্জন’-এর ডাক দিয়েছিলেন। সেই সুর যাতে প্রার্থীদের গলাতেও প্রতিধ্বনিত হয় নয়া প্রচার কর্মসূচিতে সেটাই লক্ষ্য তৃণমূলের।
এর পাশাপাশি কেন্দ্রের সিএএ-এর বিরোধিতায় গত মঙ্গলবার নয়া প্রচার কর্মসূচি শুরুর নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তফসিলি জাতি-উপজাতি অধ্যুষিত এলাকার মানুষকে নাগরিকত্ব সংশোধনী আইনের ‘বিপদ’ বোঝাতে শুরু হচ্ছে নয়া প্রচার কর্মসূচি ‘তফসিলি সংলাপ’। মঙ্গলবার রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকা থেকে ১৫ জন করে তফসিলি জাতি-উপজাতিভুক্ত ব্লক নেতাদের নিয়ে বৈঠক করে দিকনির্দেশ ঠিক করে দেন অভিষেক। যার মূল লক্ষ্য, তফসিলি অধ্যুষিত এলাকায় CAA নিয়ে লাগাতার বিজেপি বিরোধী প্রচার।