দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃবিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য সমস্যা মেটাতে এবার আসরে দেশের অ্যাটর্নি জেনারেল। আচার্য-উপাচার্য-শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন খোদ অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি। একইসঙ্গে রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তিনি।
স্থায়ী উপাচার্য নিয়োগের জট অব্যাহত বাংলায়। রাজ্যের ৩১টি বিশ্ববিদ্যালয়ের কোনওটিতে স্থায়ী উপাচার্য নেই। যার জেরে রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোস অন্তবর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন। তবে রাজ্যের শিক্ষা দফতরের অভিযোগ ছিল, তাদের না জানিয়েই এই নিয়োগ করা হয়েছে। যার জেরে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাত বারে বারে উঠে এসেছে শিরোনামে। আর এবার সমস্যা সমাধানে নামতে চলেছেন অ্যাটর্নি জেনারেল।
মঙ্গলবার রাতে দিল্লি থেকে কলকাতায় এসেছেন তিনি। রাতে ছিলেন রাজভবনে। এরপর বুধবার থেকে একে একে শিক্ষামন্ত্রী, উপাচার্যদের সঙ্গে দেখা করবেন অ্যাটর্নি জেনারেল।
রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। মঙ্গলবার ছিল সেই মামলার শুনানি। আগেই সংশ্লিষ্ট মামলায় রাজ্য সরকার এবং রাজভবনকে আলোচনার পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। ঘটনাচক্রে মঙ্গলবারই রাজভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে ছিলেন শিক্ষা সচিব মনীশ জৈন। যদিও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে কিংবা আদৌ কোনও সমস্যার সুরাহা হয়েছে কিনা তা নিয়ে কিছুই জানা যায়নি। তবে এই পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের কলকাতায় আসা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন শিক্ষামহলের একাংশ।