কলকাতা, ৩০ ডিসেম্বর : “নির্বাচনের আগে সময় সংকুচিত হয়ে আসছে। পশ্চিমবঙ্গ বিজেপি আর কবে বিষয় চিহ্ণিত করে প্রচারে নামবে?” শনিবার নিজের এক্স হ্যাণ্ডেলে এই প্রশ্ন রাখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তিনি লিখেছেন, “এখন প্রয়োজন, রাজ্য জুড়ে ছোট ছোট সভা এবং জেলা সদরগুলিতে বড় সভা করা। তাতে এই ইস্যুভিত্তিক কথা বলতে হবে, এবং এই মর্মে নিচুতলা পর্যন্ত কর্মীদের নির্দেশ দিতে হবে। যখন যেখানে যা ইচ্ছে তাই গলা ফাটিয়ে বলে গেলাম, আর সভায় তিনশো লোক হয়েছিল বলে জাঁক করে বেড়ালাম, এই প্রবণতা বন্ধ করতে হবে।
আজকের দিনে জ্বলন্ত ইস্যু (১) মমতার সংখ্যালঘু তোষণ (২) দুর্নীতি (৩) বেকারী ও শিল্পহীনতা। এর উপরেই ??? করতে হবে। ???রাজ্য নেতৃবৃন্দ ভেবে দেখুন। সময় কিন্তু বেশি নেই।”