kolkata

1 year ago

Medical College Ragging: কলকাতা মেডিক্যাল কলেজে র‍্যাগিংয়ের অভিযোগ!

Medical College Hospital (File Picture)
Medical College Hospital (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ র‍্যাগিংয়ের অভিযোগ উঠল কলকাতা মেডিক্যাল কলেজে। অভিযোগ উঠছে অর্থোপেডিক বিভাগের দুই জুনিয়র পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি বা পিজিটিকে তাঁদের সিনিয়ররা একভাবে তিন চার মাস ধরে র‍্যাগিং করছেন।

মঙ্গলবার অর্থোপেডিকের নিগৃহীত দুই প্রথম বর্ষের পড়ুয়া বিট্টু ধর এবং জনসন প্রবীণ আম্বেদকর এ নিয়ে অভিযোগ জানিয়েছেন মেডিক্যালের অধ্যক্ষ ইন্দ্রনীল বিশ্বাসের কাছে।

তাঁদের অভিযোগ অর্থোপেডিকেরই দ্বিতীয় বর্ষের পড়ুয়া সৌরব্রত রায় মহাশয় ও দিগন্ত বিশ্বাসের বিরুদ্ধে। অধ্যক্ষ জানিয়েছেন, কলেজে র‍্যাগিং কখনই বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

You might also like!