kolkata

1 year ago

West Bengal Rain : শীতের কাটিয়ে বর্ষার ইঙ্গিত! কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

Weather Update (File Picture)
Weather Update (File Picture)

 

১৪ জানুয়ারি কলকাতাঃ ভরা শীতে বৃষ্টির নয়া ঘনঘটা। যদিও রাজ্যের মানুষ আপাতত কড়া শীতের প্রত্যাশা করছে। আগামী তিনদিন শীত পড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তারপর ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। এর মধ্যে রয়েছে কলকাতাও। ঠিক কী জানা যাচ্ছে? কেমন থাকবে আগামী তিন দিন রাজ্যের আবহাওয়া?

কলকাতায় কনকনে ঠান্ডার পূর্বাভাস। আগামী দুই থেকে তিন দিন একই রকম থাকবে তাপমাত্রার পারদ। উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা নামতে পারে চরচর করে। কিন্তু, মঙ্গলবার থেকে শহরে ফের হাওয়া বদলের সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টিপাত হতে পারে কলকাতায়। তবে সপ্তাহান্তে শীত উপভোগ করতে পারবেন সাধারণ মানুষ।

এদিন ভোরের দিকে শহর কলকাতায় দেখা যেতে পারে কুয়াশার দাপট। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়বে অনেকটাই। পাশাপাশি দিনভর শীতের দাপট থাকতে পারে।

দক্ষিণবঙ্গেও ঝোড়ো ইনিংস খেলছে শীত। পশ্চিমের জেলাগুলিতে রীতিমতো হাড় কাঁপানো ঠান্ডা। তাপমাত্রার পারদ নেমেছে দশ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পৌষ সংক্রান্তির আগে শীতের আরও একটি ইনিংসে কার্যত স্বস্তিতে সাধারণ মানুষ। মঙ্গলবার পর্যন্ত শীতের স্পেল চলতে পারে। এদিকে মঙ্গলবার থেকে আকাশ হবে মেঘলা। বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে ফের রাজ্যে হাওয়া বদলের সম্ভাবনা।

এদিন রাজ্যের দুই জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বুধবার। এদিন ভিজতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং নদিয়া। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই হতে পারে বৃষ্টি।

You might also like!