kolkata

1 year ago

Subhendu Adhikari and Abhijit Gangopadhyay:তমলুক সফরে অভিজিৎ,যাবেন নন্দীগ্রামেও, ‘গাইড’ শুভেন্দু অধিকারী

Subhendu Adhikari (left) and Abhijit Gangopadhyay,sukanta majumdar,
Subhendu Adhikari (left) and Abhijit Gangopadhyay,sukanta majumdar,

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এখনও তমলুক কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। তবে পদ্মশিবির সূত্রে খবর এবং জল্পনা যে, ওই আসন থেকেই পদ্ম প্রতীকে প্রার্থী হচ্ছেন হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, স্বেচ্ছাবসর নিয়ে গত বৃহস্পতিবারই যিনি হাতে বিজেপির পতাকা তুলে নিয়েছেন। সেই অভিজিৎ এ বার নিজের সম্ভাব্য নির্বাচনী কেন্দ্র তমলুকে যাচ্ছেন। মঙ্গলবারের তমলুক সফরে প্রথম বারের জন্য নন্দীগ্রামেও পা দেবেন তিনি। তাঁর ‘গাইড’ হিসাবে সঙ্গে থাকবেন নন্দীগ্রামেরই বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, এদিন সকালে কলকাতা থেকে তমলুক (Tomluk) পৌঁছে প্রথমে বিজেপির জেলা সদর দপ্তরে যাবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সঙ্গে থাকবেন শুভেন্দু। বিজেপি পার্টি অফিস থেকে তমলুকের বিখ্যাত বর্গভীমা মন্দিরে পুজো দিতে যাবেন তাঁরা। এর পর দুপুরে রাজ্য রাজনীতির অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম (Nandigram) যাওয়ার কথা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল জানিয়েছেন, নন্দীগ্রামে অভিজিৎবাবুকে স্বাগত জানাতে প্রস্তুত বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর সঙ্গে তিনি রেয়াপাড়ার একটি শিবমন্দিরে পুজো দিতে যাবেন। নন্দীগ্রামের ওই দলীয় কার্যালয়ে মধ্যাহ্নভোজ (Lunch)সারবেন অভিজিৎবাবু। মোটের উপর দিনভর এমনই কর্মসূচি রয়েছে তাঁর।

শুভেন্দুর ঘনিষ্ঠ মহল সূত্রে আরও খবর শোনা গিয়েছে, কাঁথির ‘শান্তিকুঞ্জ’ অর্থাৎ অধিকারী বাড়িতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যেতে পারেন শুভেন্দু। দেখা হতে পারে শিশির অধিকারী, সৌমেন্দু অধিকারীদের সঙ্গে। আসলে তমলুকের ভোট সেনাপতি হিসেবে গেরুয়া শিবির অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে মাঠে নামালে, তাঁর সারথী হিসেবে সদাসর্বদাই থাকবেন শুভেন্দু অধিকারী। কারণ, তমলুক, কাঁথির মাটি তাঁর হাতের তালুর মতো চেনা। সেই শক্তিতে ভর করেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে পেরতে হবে ভোট বৈতরণী। আর তাই আগাম তিনি বুঝে নিতে চাইছেন সেখানকার রাজনৈতিক আবহাওয়া।


You might also like!