kolkata

1 year ago

Sealdah Station : পরিযায়ী শ্রমিকদের জন্য শিয়ালদহ স্টেশনে চালু হল বিশেষ হেল্পডেস্ক

helpdesk  for migrant workers (Collected)
helpdesk for migrant workers (Collected)

 

দুরন্ত বার্তা  ডিজিটাল ডেস্কঃ শিয়ালদহ স্টেশনে পরিযায়ী শ্রমিকদের জন্য একটি বিশেষ হেল্পডেস্কের উদ্বোধন।পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের উদ্যোগে ও শিয়ালদহ রেলপুলিশের সহযোগিতায় হেল্পডেস্কের উদ্বোধন করা হয়।

যে সমস্ত পরিযায়ী শ্রমিক এই স্টেশন ব্যবহার করে বাইরের রাজ্যে যান, তাঁদের নাম নথিভূক্তকরণ এবং যাঁরা ইতিমধ্যেই নথিভূক্ত তাঁদের বিভিন্ন পরিষেবা প্রদান করার জন্য এই হেল্পডেস্কটি বিশেষভাবে উপযোগী। পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সlমিরুল ইসলামের উদ্যোগে হেল্পডেস্কের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রম কমিশনার জনাব জাভেদ আখতার, পশ্চিমবঙ্গ শ্রমিক কল্যাণ পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক শর্মিলা খাটুয়া ও রাজ্য রেলওয়ে পুলিশ এবং শ্রমদপ্তরের আধিকারিকরা। 

উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রাণহানির ঘটনা নতুন নয়। কোথাও নির্মাণকার্য করতে গিয়ে প্রাণ গিয়েছে বহু শ্রমিকের। আবার কোথাও পথ দুর্ঘটনায় প্রাণ গিয়েছে শ্রমিকদের। একের পর এক এই ধরনের ঘটনায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে প্রশ্ন উঠেছে। তবে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে একাধিক পদক্ষেপ নেন মমতা। বাংলার পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার জন্য উদ্যোগীও হয়েছেন মুখ্যমন্ত্রী।

You might also like!