kolkata

1 year ago

Narendra Modi Metro:মহানগরীর মুকুটে যুক্ত হচ্ছে নতুন পালক, ৬ মার্চ গঙ্গার নীচ দিয়ে মেট্রোর উদ্বোধন মোদীর হাতে

Narendra Modi Metro
Narendra Modi Metro

 

কলকাতা, ৫ মার্চ : দেশের মধ্যে কলকাতাতেই প্রথম মেট্রো রেল চালু হয়েছিল। আর সেই কলকাতা মেট্রোর মুকুটেই আবার নতুন পালক যুক্ত হচ্ছে। দেশে প্রথম কোনও শহরে নদীর তলা দিয়ে যাবে মেট্রো রেল। চারটি স্টেশন— হাওড়া ময়দান, হাওড়া স্টেশন, মহাকরণ, এসপ্ল্যানেড স্টেশন। সব মিলিয়ে ৪.৮ কিলোমিটার। গঙ্গার নীচে ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগবে ৪৬ সেকেন্ড।

গত বছরের মাঝামাঝি সময়ে এই মেট্রো পথে সফল মহড়া হয়েছে। গত বছরের শেষে এর আনুষ্ঠানিক উদ্বোধনও হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু তা হয়নি। অবশেষে ৬ মার্চ, বুধবার গঙ্গার নীচ দিয়ে মেট্রো যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুড়ঙ্গ পথ পার হওয়ার সময়ে যাত্রীদের বিশেষ অনুভূতি দিতে নীল রঙের এলইডি আলো বসানো হয়েছে। সেই নীল আলোর সঙ্গে ফোনে নেটওয়ার্ক থাকার প্রযুক্তিও রাখছে রেল। জলস্তরের ৩৫ মিটার নীচ দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ফাইবার বসানো হচ্ছে। তাতে ফাইভ জি গতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।


You might also like!