kolkata

1 year ago

Suvendu Adhikari : ''রাজ্যের ৭০টি পুরসভায় ১০ হাজারের বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে", তোপ শুভেন্দুর

Suvendu Adhikari (File picture)
Suvendu Adhikari (File picture)

 

কলকাতা, ১২ জানুয়ারি  : পুর নিয়োগ দুর্নীতি নিয়ে শুক্রবার বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুবাবুর অভিযোগ, রাজ্যের প্রায় সবকটি পুরসভায় নিয়োগ দুর্নীতি হয়েছে। তিনি বলেন, 'রাজ্যের ৭০টি পুরসভায় ১০ হাজারের বেশি চাকরি বেচে দেওয়া হয়েছে। বরাহনগর থেকে শুরু করে মুর্শিদাবাদ পর্যন্ত এমন কোনও পুরসভা নেই, যেখানে চাকরি বেচা হয়নি।' বিশেষ করে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং মুর্শিদাবাদে এই দুর্নীতি বেশি হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা ।

শুক্রবার সকালে বাগনানে হিন্দু মিলন মন্দির ও সরস্বতী আশ্রমের উদ্যেগে স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসেন শুভেন্দু অধিকারী। এদিন তিনি বাগনানের লাইব্রেরী মোড় থেকে এক শোভাযাত্রায় অংশ নেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, 'এরা পুরসভার চাকরি চুরি করেছে। আত্মীয়দের চাকরি দিয়েছে। মেধাযুক্ত যুবক-যুবতীদের বঞ্চিত করেছে। এর থেকে বড় অপরাধ আর কিছু হতে পারে না।'

তিনি জানান, যুবকদের পরিপূর্ণভাবে দেশপ্রেমিক এবং তাদের মধ্যে আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করার জন্য স্বামীজি এসেছিলেন। আর সেই যুবক-যুবতীদের সঙ্গে এই সরকার যে প্রতারণা করেছে সেটা বলার নয়। শুভেন্দুবাবুর দাবি, শিক্ষা দুর্নীতির পর চাকরি দুর্নীতি সবথেকে বড় দুর্নীতি হয়েছে। এদিন তিনি বলেন, ৭০ টা পুরসভায় চাকরি দুর্নীতিতে বর্তমান ও প্রাক্তন পুরপ্রধানরা ছাড়া সেই সব এলাকার বিধায়ক ও মন্ত্রীরা জড়িত।

শুভেন্দু অধিকারী বলেন, 'সুজিত বসু শুধু দক্ষিণ দমদম পুরসভায় চাকরি বেচেননি। কামারহাটি পুরসভায় তার দুই শ্যালকের দুই স্ত্রীকে নিয়ম ভেঙে খাতা বদলে স্থায়ী চাকরি করে দিয়েছেন।' শুভেন্দুবাবুর কথায়, আদালতের নির্দেশে সিবিআই তদন্তে মেটেরিয়াল পাওয়া গিয়েছে বলেই এখন ইডি তদন্ত শুরু করেছে।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি অরুন উদয় পাল চৌধুরী, বিজেপি নেতা রমেশ সাধুখা সহ অন্যান্যরা। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, বরাহনগরের তৃণমূল বিধায়ক তাপস রায়, উত্তর দমদম পুরসভার কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে ইডি তল্লাশি শুরু করেছে।

You might also like!