Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

International

1 year ago

Prime Minister Hasina:বিচার করতে হবে, নইলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না, স্বজন হারানোর ব্যথা আমি বুঝি : প্রধানমন্ত্রী হাসিনা

Prime Minister Hasina
Prime Minister Hasina

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ‘মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার’, এগুলো কেউ করতে পারে কিনা, জাতির কাছে প্রশ্ন রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের লাশ ঝুলিয়ে রাখবে পা বেঁধে! যারা এ সবের সঙ্গে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। বিচার না হলে মানুষের নিরাপত্তা দেওয়া যাবে না।

আজ  প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের সময় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এ সব কথা বলেন শেখ হাসিনা। নিহতদের পরিবারের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হাসিনা বলেন, আমি বুঝি আপনাদের বেদনা। প্রতিনিয়ত বাপ-মা-ভাই-বোনদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমন-কি লাশটাও দেখতে পারিনি, কাফন-দাফনটাও করতে পারিনি। দেশেও ফিরতে পারিনি। ছয় বছর দেশে ফিরতে দেয়নি আমাকে। যখন দেশে এসেছি, সারা দেশ ঘুরেছি। এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছি। সেই চেষ্টাই করে যাচ্ছিলাম। কিন্তু বারবার এ ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা হবে, এটা তো কাম্য নয়।

মানুষ কী দোষ করেছে, যে এভাবে খুন করতে হবে, এই প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ খুন করে সরকার পতন চায়! এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কী দোষ করেছে? আমি আসলে যে আপনাদের কী বলে সান্ত্বনা দেব? শুধু এটুকু বলব, আমি আপনাদের মতোই একজন। বাবা-মা হারানো এতিম। কাজেই আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে।

শেখ হাসিনা বলেন, আমার চেষ্টা থাকবে যারা এই সব খুনের সঙ্গে জড়িত, খুঁজে খুঁজে বের করে তাদের যাতে শাস্তি নিশ্চিত করা যায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, আমি সেটাই করব। আপনাদেরও সাহায্য চাই। কারণ, এভাবে বারবার বাংলাদেশকে নিয়ে খেলা আর হতে দেওয়া যায় না। কাজেই আমি আপনাদেরই সাহায্য চাই।

তিনি বলেন, এটুকু মনে রাখবেন, আপনারা আপনজন হারানোর একটা শোক সইতে পারেন না। আর আমি কী শোক সয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। কেন? এই দেশের মানুষের জন্য। কিন্তু আজ এভাবে বাধা দেওয়া, যা কিছু করি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া! এটা কোনওভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সাধারণ মানুষই তো সুবিধা পেতো। মেট্রোরেলে কারা চড়ে, এক্সপ্রেসওয়েতে কারা চলে...? মানুষের কাজ করাটাই আমার কাজ।

নিহতদের স্বজনদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, আপনাদের কাছে শুধু এটুকু বলব, আপনারা সবুর করুন। আর আল্লাহকে ডাকেন যেন এ সমস্ত খুনি-জালেমের হাত থেকে আমাদের দেশটা রেহাই পায়। আমি আপনাদের সঙ্গে আছি, পাশে আছি। আমারও আপনাদের চোখের জল দেখতে হচ্ছে। এটা সবচেয়ে কষ্টের। স্বজন হারানোর ব্যথা ভোলার নয়, সেটা আমি জানি। তবু আল্লাহ আপনাদের সবুর দিন, সেটা আমি চাই।


You might also like!