Game

10 months ago

Vinicius Jr:ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের জয়

Vinicius Jr
Vinicius Jr

 

মাদ্রিদ, ২৩ অক্টোবর: সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দু দুবার পিছিয়ে পড়েছিল রিয়াল। আরেকটি হার হতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে ফেভারিট রিয়াল প্রথমার্ধে জোরালো আক্রমণ করতে পারেনি। নিজেদের ভুলে হজম করে দুই গোল। ষষ্ঠ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত দুই গোলে পিছিয়ে ছিল তারা। এরপরই ম্যাচে ফেরে তারা। ম্যাচের শেষ ৩০ মিনিট এবং যোগ করা সময়ের মধ্যে বরুশিয়াকে গুনে গুনে পাঁচ গোল দেয়। হ্যাটট্রিক করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। আর বাকি দুটি গোল করেছেন লুকাস ভাসকেজ এবং অ্যান্টনিও রুডিগার। এর ফলে বরুশিয়াকে ৫-২ গোলের হারায় রিয়াল।চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে লিলের মাঠে ১-০ গোলে হেরে রিয়ালের পয়েন্ট টেবিলে অবনমন হয়েছিল। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড

আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই জয়ে ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা।

You might also like!