দেহরাদূন, ২৪ আগস্ট : উত্তরাখণ্ডের চমোলি জেলায় প্রবল বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গেছে , প্রায় ৪১টি বাড়ি, ৩০টিরও বেশি দোকান ও ১১টি গাড়ি নষ্ট হয়েছে। এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এক বৃদ্ধ এখনও নিখোঁজ। ইতিমধ্যেই প্রায় ১৫০ জনকে ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। দেবাল ও থারালি ব্লকের ৬৩টি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। ধসে কর্ণপ্রয়াগ-থারালি-দেওয়াল রাস্তার যাতায়াত ব্যাহত। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী ও আইটিবিপি উদ্ধারকাজ চালাচ্ছে। চিকিৎসক, নার্স, ওষুধ, অ্যাম্বুল্যান্স এবং হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা পরিষ্কার ও যোগাযোগ ব্যবস্থা পুনর্গঠনের চেষ্টা চলছে।