Game

2 weeks ago

MLS Highlights:""মেসির গোলের ধারায় বিরতি, পরাজয়ের মুখে ইন্টার মায়ামি—দেশীয় সতীর্থকে দলে পেতে পারেন লিও"

Messi goal streak ends
Messi goal streak ends

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক:  টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে দারুণ ছন্দে ছিলেন লিয়োনেল মেসি। তবে সেই দুরন্ত গোলের ধারায় এবার পড়ল বিরতি। সিনসিনাটির বিরুদ্ধে ম্যাচে মেসি তো দূরের কথা, ইন্টার মায়ামির কেউই জালের দেখা পেলেন না। ০-৩ ব্যবধানে হেরে মাঠ ছাড়ল মায়ামি। গোটা ম্যাচে প্রতিপক্ষের গোল বরাবর মাত্র দুটি শট নিতে পেরেছেন মেসিরা। এই হারের ফলে বেশ চাপেই পড়েছে দলটি। পরিস্থিতি সামাল দিতে খুব শিগগিরই দলে যোগ দিতে পারেন এক নতুন আর্জেন্টাইন ফুটবলার।

জেরার্দো ভালেনজুয়েলার গোলে প্রথমার্ধে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে জোড়া গোল করেন ব্রাজিলের স্ট্রাইকার এভান্দের। ২০টি ম্যাচ খেলে ১১টিতে জিতেছে মায়ামি। ৩৮ পয়েন্ট নিয়ে তারা রয়েছে পঞ্চম স্থানে। যদিও প্রথম চারে থাকা দলগুলির থেকে তিনটে ম্যাচ কম খেলেছে মায়ামি। মেজর লিগ সকারের (এমএলএস) ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে যেতে গেলে প্রতিটা ম্যাচেই জিততে হবে মায়ামিকে।


সিনসিনাটির কাছে হারের পর হতাশ মায়ামির কোচ জেভিয়ার মাসচেরানো। তিনি বলেছেন, “ম্যাচের শুরু থেকে আমরা খেলতেই পারিনি। ব্যক্তিগত লড়াইয়ে বরাবর পিছিয়ে থেকেছি। শারীরিক ভাবে বিপক্ষের থেকে পিছিয়ে ছিলাম। হয়তো দীর্ঘ মরসুম খেলে এসেছি বলেই এটা হয়েছে। শেষ দিকে লিয়োও চোট পেয়েছিল। এখন ঠিকই আছে।”

এ দিকে, মায়ামিতে যোগ দিতে পারেন রদ্রিগো দি পল। এখন তিনি খেলেন আতলেতিকো মাদ্রিদে। চার বছরের চুক্তিতে মায়ামিতে যোগ দিতে পারেন তিনি। ৩০ জুলাই আটলাসের বিরুদ্ধে মায়ামির হয়ে অভিষেক হতে পারে তাঁর। আর্জেন্টিনার এই ফুটবলার দেশের হয়ে মেসির পাশেই খেলেন। বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন।


You might also like!