Game

1 month ago

Lionel Messi: মেসির জোড়া গোলে, মায়ামি টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল

Lionel Messi
Lionel Messi

 

ফ্লোরিডা, ১০ জুলাই : ক্লাব বিশ্বকাপ থেকে বিদায়ের পর আবারও এমএলএসে ফিরেছে মেসির ইন্টার মায়ামি। আগের ম্যাচে মন্ট্রিলের বিপক্ষে জোড়া গোলের পর বৃহস্পতিবার নিউ ইংল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর মেসির এই জোড়া গোলেই নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। নিউ ইংল্যান্ডের সঙ্গে জয় পেতে লড়াই করতে হয়েছে মায়ামিকে। বল দখলে মায়ামি এগিয়ে থাকলেও, আক্রমণে এগিয়ে ছিল নিউ ইংল্যান্ড। তবে প্রথমে গোল করে এগিয়ে যায় মায়ামিই। প্রথম হাফেই দুটি গোল করে মায়ামি এবং সে দুটি গোলই করেন মেসি। গোল দুটি হয় ২৭ ও ৩৮ মিনিটে। বিরতির পর মায়ামির উপর আক্রমণ চালায় নিউ ইংল্যান্ড। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে গোল পায় স্বাগতিকরা। দূরপাল্লার শটে গোল করেন কার্লোস গিল। তাতে কিছুটা চাপে পড়ে যায় মায়ামি। তবে শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানে নিয়েই মাঠ ছাড়ে মেসির মায়ামি। ১৮ ম্যাচে ১০ জয়ে ৩৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে রয়েছে মায়ামি। অপরদিকে, ২০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২১তম স্থানে নিউ ইংল্যান্ড।

You might also like!