Game

10 months ago

Maharan 2.0: বৃহস্পতিবার থেকে পাথারকান্দিতে খেল মহারণ ২.০

Maharan 2.0
Maharan 2.0

 

পাথারকান্দি (অসম) : রাজ্যের ক্রীড়ার মানকে চাঙ্গা করতে এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়ের সন্ধানে করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকান্দিতেও শুরু হচ্ছে খেল মহারণ ২.০ গ্রাম পঞ্চায়েতস্তরের প্রতিযোগিতা।

বৃহস্পতিবার পাথারকান্দির মুণ্ডমালায় মডেল হায়ার সেকেন্ডারি স্কুলের খেলার মাঠে সকাল আটটা থেকে শুরু হবে খেল মহারণ ২.০ প্রতিযোগিতা। এতে কানাইনগর, লক্ষ্মীপুর-বিলবাড়ি এবং বুবরিঘাট গ্রাম পঞ্চায়েতের অধীন নিবন্ধীকৃত খেলোয়াড়দের মাঠে আসতে অনুরোধ জানিয়েছেন পাথারকান্দি ব্লক খণ্ড উন্নয়ন আধিকারিক (বিডিও)।

জানা গেছে, খেল মহারণ অভিযানের অঙ্গ হিসেবে পাথারকান্দি বিধানসভা এলাকার মোট ২৪টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৪ নভেম্বর সকাল ৮.০০টা থেকে একই সঙ্গে ফুটবল ও দাবা এবং ১৫ নভেম্বর সাইক্লিং, অ্যাথলেটিক্স ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

You might also like!