Game

4 weeks ago

IND vs ENG, 3rd Test, Day 2 Stumps: দ্বিতীয় দিন শেষে ৭ উইকেট হাতে নিয়ে এখনও ২৪২ রানে পিছিয়ে ভারত

KL Rahul Reuters
KL Rahul Reuters

 

কলকাতা, ১২ জুলাই  :জো রুটের সেঞ্চুরি এবং জেমি স্মিথ ও ব্রাইডন কার্সের ফিফটিতে ইংল্যান্ডের রান পৌঁছাল চারশোর কাছে। আবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন বুমরাহ। টানা তৃতীয় টেস্টে পঞ্চাশ ছুঁয়ে ভারতকে লড়াইয়ে রাখলেন লোকেশ রাহুল। এই হচ্ছে তৃতীয় টেস্টের সারমর্ম। অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে লর্ডসের মন্থর উইকেটে দ্বিতীয় দিন ইংল্যান্ড অলআউট হয় ৩৮৭ রানে। শুক্রবারের খেলা শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ১৪৫ রান। এখনও ২৪২ রানে পিছিয়ে আছে ভারত। শুরুতেই জয়সওয়াল আউট। ধাক্কা সামলে দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন রাহুল ও করুন নায়ার। তবে আট বছর পর ফেরার সিরিজে আরেকবার থিতু হয়ে ইনিংস বড় করতে ব্যর্থ হন করুন (৬২ বলে ৪০)। আগের টেস্টে ৪৩০ রান করা শুভমান গিল এবার ফেরেন ১৬ রানে। ক্রিস ওকসের বলে উইকেটের পেছনে দারুণ ক্যাচ নেন কিপার স্মিথ। ১৬ রানে আউট হলে কী হবে,এই ইনিংসে ভারত অধিনায়ক ইংল্যান্ডে এক সিরিজে সর্বোচ্চ রানের রেকর্ড নিজের করে নিলেন। ২০১৮ সালের সিরিজে বিরাট কোহলির ৫৯৩ রান ছাড়িয়ে চলতি সিরিজে গিলের রান এখন ৬০১। দায়িত্বশীল ব্যাটিং করে রাহুল ফিফটি করেন ৯৭ বলে। তাঁর সঙ্গে অবিচ্ছিন্ন ৩৮ রানের জুটিতে দিন শেষ করেন আগের দিন ফিল্ডিংয়ে আঙুলে আঘাত পাওয়া ঋষভ পন্থ।

You might also like!