Game

4 months ago

Gautam Gambhir death threat: 'আইসিস' থেকে হুমকি পেলেন গম্ভীর, পুলিশের দ্বারস্থ ভারতের প্রধান কোচ

Gautam Gambhir death threat
Gautam Gambhir death threat

 

নয়াদিল্লি, ২৪ এপ্রিল : 'আইসিস কাশ্মীর' থেকে প্রাণনাশের হুমকি পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ তথা প্রাক্তন বিজেপি সাংসদ গৌতম গম্ভীর। এই হুমকির পরিপ্রেক্ষিতে বুধবারই দিল্লি পুলিশের দ্বারস্থ হয়েছেন গম্ভীর। এফআইআর-এর জন্য অভিযোগ দায়ের করার পাশাপাশি নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানান গম্ভীর।

গৌতম গম্ভীরের অফিস থেকে জানানো হয়েছে, বিজেপির প্রাক্তন সাংসদ ও ভারতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরকে 'আইসিস কাশ্মীর' থেকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বুধবার তিনি দিল্লি পুলিশের দ্বারস্থ হন, নিজের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান গম্ভীর।


You might also like!