Game

2 months ago

James Anderson: টি-২০ তেও উজ্জ্বল চিরতরুণ ইংলিশ জেমস অ্যান্ডারসন

James Anderson
James Anderson

 

লন্ডন, ১৪ জুন : প্রায় ১১ বছর পর টি-২০ ক্রিকেটে ফেরার পর থেকে দারুণ উজ্জ্বল ইংলিশ জেমস অ্যান্ডারসন। ল্যাঙ্কাশায়ারের হয়ে আসরে এখনও পর্যন্ত চার ম্যাচে ১৫ ওভার বোলিং করে ১০ উইকেট নিয়েছেন টেস্ট ইতিহাসের সফলতম জেমস অ্যান্ডারসন। ওভারপ্রতি রান দিয়েছেন কেবল ৬.৮৬ করে। চার ম্যাচের তিনটিতে নিয়েছেন ৩টি করে উইকেট। প্রতিটি ম্যাচেই পাওয়ার প্লেতে বোলিং করেছেন তিন ওভার।  উস্টারশায়ারের বিপক্ষে শুক্রবার ল্যাঙ্কাশায়ারের ৭ উইকেটে জয়ের ম্যাচে চার ওভারে অ্যান্ডারসনের শিকার ৩২ রানে ৩ উইকেট। উস্টারশায়ারকে ১৪৩ রানে গুটিয়ে দিয়ে ১৫ বল বাকি থাকতে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে ল্যাঙ্কাশায়ার। খেলোয়াড়ি জীবন শেষ করে কোচিংয়ের পাশাপাশি টিভিতে ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছিলেন। কিন্তু গত জানুয়ারিতে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে নতুন চুক্তি করে আবার বল হাতে ছুটছেন ৪৩ বছর বয়সী অ্যান্ডারসন।

You might also like!