Breaking News
 
JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী! Karachi aerial firing: স্বাধীনতা দিবসের আনন্দে শূন্যে গুলি, করাচিতে শিশুসহ তিনজনের মৃত্যু, আহত ৬৪! Bengal Metro Expansion: একসঙ্গে তিন মেট্রো প্রকল্পের উদ্বোধন, কলকাতায় মোদি সফরের দিনক্ষণ চূড়ান্ত! Kolkata Metro: নোয়াপাড়া-বারাসত মেট্রোর পথে বড় পদক্ষেপ, শুরু হচ্ছে সয়েল টেস্টিং – আশার আলো উত্তর শহরতলিতে!

 

Game

1 month ago

Cricket Update:পঞ্চম যুব ওয়ানডেতে ইংল্যান্ড সাত উইকেটে জয়লাভ করেছে, ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে

England vs India youth ODI,
England vs India youth ODI,

 

লন্ডন, ৮ জুলাই : সোমবার ওরচেস্টারের নিউ রোডে পঞ্চম ও শেষ যুব ওয়ানডেতে ওপেনার বেন ডকিন্স এবং ওয়ান ডাউন বেন মেইসের অর্ধশতকের সুবাদে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯কে। তবে ভারত ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে।

২১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডকিন্স (৬৬) এবং মেইস (৮২) স্বাধীনভাবে খেলেন, অন্যদিকে থমাস রিউ ৩৭ বলে অপরাজিত ৪৯ রান করে সাত উইকেট হাতে রেখে এবং ১৮ ওভারেরও বেশি সময় বাকি থাকতে ম্যাচটি শেষ করেন।

ভারতের হয়ে নমন পুষ্পক এবং দীপেশ দেবেন্দ্রন উইকেট শিকার করেন, কিন্তু ইংল্যান্ড কখনই তাদের লক্ষ্য তাড়া করতে নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি এবং ৩১.১ ওভারে জয় শেষ করে।

ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ভারত এক রানে অধিনায়ক আয়ুষ মাত্রেকে হারিয়ে ফেলে, অন্যদিকে আগের ম্যাচে ৫২ বলে সেঞ্চুরি করা বৈভব সূর্যবংশী ৪২ বলে ৩৩ রান করেন। আরএস আমব্রিশ সর্বোচ্চ ৬৬ রান করেন অপরাজিত।

প্রতিটি ইংরেজ বোলার এএম ফ্রেঞ্চ এবং র‍্যালফি অ্যালবার্ট দুটি করে উইকেট নেন। স্বাগতিকরা নির্ধারিত ৫০ ওভারে ভারতকে ৯ উইকেটে ২১০ রানে সীমাবদ্ধ থাকে।

দলগুলি এখন লাল বলের মাধ্যমে দুটি যুব টেস্ট খেলবে, যা ১২ জুলাই থেকে বেকেনহ্যামে শুরু হবে এবং চেমসফোর্ডের কাউন্টি গ্রাউন্ডে সফর শেষ করবে।

You might also like!