Game

3 months ago

Barcelona vs Real Madrid, Copa del Rey Final: শনিবার কোপা দেল রে–র ফাইনাল, রেফারি ইস্যুতে উত্তপ্ত পরিস্থিতি

Barcelona vs Real Madrid, Copa del Rey Final
Barcelona vs Real Madrid, Copa del Rey Final

 

বার্সেলোনা , ২৬ এপ্রিল : শনিবার রাতে কোপা দেল রে–র ফাইনাল। ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। দুই হেভিওয়েটের লড়াইয়ে রেফারি নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। এই ম্যাচে রেফারির দায়িত্ব পেয়েছেন রিকার্ডো ডি বুরগোস। তবে রেফারি ইস্যুতে প্রশ্ন তুলেছে রিয়াল মাদ্রিদ। এমনকি ম্যাচও বয়কট করতে পারে লস ব্লাঙ্কোসরা, এমনটাই জানিয়েছে স্পেনের একাধিক সংবাদমাধ্যম। ২৪ এপ্রিল এক ভিডিও নিয়েই বিপত্তি। এদিন রিয়াল মাদ্রিদের নিজস্ব টিভি চ্যানেল আরএমটিভি একটি ভিডিও প্রকাশ করে। যেখানে কোপা দেল রে ফাইনালের রেফারি রিকার্দো বুরগোস বেঙ্গোএচিয়ার বিরুদ্ধে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়। ভিডিওতে বার্সেলোনার পক্ষে দেওয়া কিছু বিতর্কিত সিদ্ধান্তের দৃষ্টান্ত তুলে ধরা হয়। এ ভিডিও প্রকাশের মাধ্যমে রেফারির বিরুদ্ধে দুর্নীতির ইঙ্গিত দেওয়া হয়। এই ঘটনার পরই রিয়াল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের কাছে রেফারিং প্যানেল পরিবর্তনের আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয়।

এই পরিস্থিতিতে ফাইনাল ম্যাচ বর্জনের হুমকি দিয়ে রেখেছে রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে ম্যাচ বয়কটের কোনও ঘোষণা দেয়নি। আর ফেডারেশনও নিজেদের অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে ফাইনাল ঘিরে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়।

You might also like!