Festival and celebrations

2 years ago

Narendra Modi : সোমনাথ মন্দিরে পুজো- প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী মোদী

Narendra Modi
Narendra Modi

 

সোমনাথ(গুজরাট), ২০ নভেম্বর  : গুজরাটে বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হয়েছে। সব দলই নিজেদের শক্তি প্রদর্শন করতে শুরু করেছে। বিজেপির শীর্ষ নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার সকালে সোমনাথ মন্দিরে পুজো-প্রার্থনা করেন। এদিন গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় ভাষণ দেবেন তিনি। তিন দিনের গুজরাট সফরে প্রধানমন্ত্রী। আজ তার সফরের দ্বিতীয় দিন।

এদিন দুটি জনসভায় ভাষণ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। গুজরাটে বিধানসভা নির্বাচন দুই দফায় অনুষ্ঠিত হবে। ভোট হবে ১ ও ৫ ডিসেম্বর। নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। বিজেপি, কংগ্রেস এবং আম আদমি পার্টির সব বড় নেতারা নিজ নিজ দলের প্রচারে পরিবেশ তৈরিতে ব্যস্ত। গুজরাটে প্রধানমন্ত্রী মোদীও তার ঝড়ো প্রচার শুরু করেছেন।

প্রসঙ্গত, সোমনাথ মন্দিরে স্থাপিত জ্যোতির্লিঙ্গটিকে ভারতের ১২টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম বলে মনে করা হয়। এটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভাল বন্দরে অবস্থিত। কথিত আছে এটি চন্দ্রদেব নিজেই নির্মাণ করেছিলেন। ঋক বেদেও এর উল্লেখ আছে।

You might also like!