Breaking News
 
Kolkata Metro: পুজোর আগে বড় খবর! মেট্রো স্মার্ট কার্ডের দাম কমছে, জেনে নিন নতুন মূল্য। Rahul Gandhi : আধার-সংযুক্ত ফোন নম্বর বাধ্যতামূলক নয়, অনলাইনে ভোট মুছতে কমিশনের পদক্ষেপের পর রাহুলের অভিযোগ Ladakh unrest: লাদাখের 'গণবিক্ষোভ', জ্বলল পুলিশ ভ্যান, বিজেপি দপ্তরে হামলা, রাজ্যের মর্যাদার দাবিতে উত্তাল লাদাখ। Mamata Banerjee: কলকাতার দুর্যোগে মৃতদের পরিবারকে দিচ্ছেন ২ লক্ষ টাকা ও চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর Chandranath Sinha: পুজোর আগে স্বস্তি! নিয়োগ দুর্নীতি মামলায় কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার অন্তর্বর্তী জামিন Heavy rain cripples Kolkata: কলকাতায় বৃষ্টির জমা জলে নিহত ৮ জনের পরিবারের সঙ্গে কথা বললেন মুখ্যমন্ত্রী, পাশে থাকার প্রতিশ্রুতি মেয়রের!

 

Festival and celebrations

1 year ago

Durga Puja 2023 : মণ্ডপ খোঁজার সুবিধা QR দেওয়া গাইড ম্যাপ প্রকাশ করল পুলিশ

Police released QR guide map for Pandal Hopping (Symbolic Picture)
Police released QR guide map for Pandal Hopping (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বোধনের আগেই ঠাকুর দেখা শুরু করে দিয়েছে আপামর বাঙালি। দেবীপক্ষ পড়তেই উৎসবে মাতোয়ারা নগরবাসীদের সুষ্ঠু প্যান্ডেল হপিংয়ের লক্ষ্যে পুজো গাইড ম্যাপের উদ্বোধন করল বারুইপুর পুলিশ জেলা।একইসঙ্গে পুজোয় অপ্রীতিকর ঘটনা রুখতেও বদ্ধপরিকর। পুজোর সময় ইভটিজিং ও যানজট রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বারুইপুর পুলিশ জেলার। রাউন্ড দ্য ক্লক, ২৪x৭ পুলিশ কর্মীরা থাকবে রাস্তায়। ইভটিজিং রুখতে থাকবে বিশেষ মহিলা টিমও। কলকাতা লাগোয়া এলাকায় যানজট এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে বলেও জানিয়েছে বারুইপুর পুলিশ। এছাড়াও স্বেচ্ছাসেবকরাও থাকবেন রাস্তায়।

সোনারপুরের মহামায়াতলার জয়হিন্দ অডিটোরিয়ামে দুর্গা পুজো গাইড ম্যাপের উদ্ধোধন করা হল মঙ্গলবার । উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়, সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

এইবারের পুজো ম্যাপে থাকছে QR কোড। যা স্ক্যান করেই বারুইপুর পুলিশ জেলা এলাকার বিভিন্ন পুজো মণ্ডপের দুরত্ব ও পথ নির্দেশিকা জানা যাবে। বারুইপুর পুলিশ জেলা জুড়ে মোট ১৬৮২ টি বারোয়ারি পুজো হয়৷ প্রতিটি পুজো যাতে মানুষ সহজেই চিনে নিতে পারেন, তার জন্যে প্রত্যেক পুজো মণ্ডপের জন্য তৈরি ইউনিক কোড।

এছাড়া কোনও বিপদে পড়লে পুলিশের সাহায্য লাগলে পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথেরও লোকেশান পাওয়া যাবে। QR কোড স্ক্যান করে নিকটবর্তী রেল স্টেশনের হদিসও পেয়ে যাবেন আপনি। সহজেই যাতে সাধারণ মানুষ এই পরিষেবা পান তার জন্য QR কোড বিভিন্ন পুজো মণ্ডপ সহ নানান জনবহুল জায়গায় থাকছে।

You might also like!