নয়াদিল্লি, ৮ নভেম্বর : গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরু নানককে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, গুরু নানকের বাণী ও আদর্শ সকলকে পথ দেখায়। মঙ্গলবার সকালে এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী জানিয়েছেন, শ্রী গুরু নানক দেবের 'প্রকাশ পরবে'-র শুভেচ্ছা। গুরু নানক দেবের মহৎ শিক্ষাই আমাদের একটি ন্যায়পরায়ণ ও সহানুভূতিশীল সমাজ গঠনের প্রচেষ্টায় পথ দেখায়।
গুরু নানক দেবের জন্মজয়ন্তীতে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুও। এক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, গুরু নানক দেবের জন্ম জয়ন্তীর পবিত্রক্ষণে আমি সমস্ত দেশবাসী এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের, বিশেষ করে শিখ সম্প্রদায়ের ভাই ও বোনদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।