Festival and celebrations

2 years ago

Chardham Yatra : পর্যটন বিভাগের পোর্টাল খুলে গেল, চারধাম যাত্রার জন্য অনলাইন রেজিস্ট্রেশন শুরু

Chardham Yatra
Chardham Yatra

 

দেহরাদূন, ২১ ফেব্রুয়ারি : চারধাম যাত্রার জন্য তীর্থযাত্রীদের অনলাইন রেজিস্ট্রেশন মঙ্গলবার থেকে শুরু হয়েছে। পর্যটন বিভাগের পোর্টাল খুলেছে সকাল সাতটায়। গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধাম খোলার তারিখের আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত তীর্থযাত্রীরা আপাতত বদ্রীনাথ এবং কেদারনাথ ধামের জন্য রেজিস্ট্রেশন করতে সক্ষম হবেন।

পর্যটন বিভাগের এই পোর্টালের সৌজন্যে তীর্থযাত্রীরা বাড়ি থেকে রেজিস্ট্রেশন করার পাশাপাশি মন্দির খোলার সময় সম্পর্কে সম্পূর্ণ তথ্যও পেয়ে যাবেন। উত্তরাখণ্ডে হিন্দু দেবতা এবং ভারতের পবিত্র নদীগুলির জন্য উত্সর্গীকৃত চারটি পবিত্র মন্দির রয়েছে। চারটি মন্দির গাড়ওয়াল অঞ্চলের মধ্যে অবস্থিত।


You might also like!