Festival and celebrations

2 years ago

Sealdah: দোলের দিন শিয়ালদহ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

Eastern Railway
Eastern Railway

 

কলকাতা, ৩ মার্চ : আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রা। ওইদিন শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করল পূর্ব রেল। শিয়ালদহ মেইন লাইন-সহ কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখার একাধিক ট্রেন বাতিল করা হয়েছে রেলের তরফে। রেলের তরফে জানানো হয়েছে, দোলের দিন যাত্রী সংখ্যা কম থাকায় ট্রেন বাতিলের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্ব রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, আগামী ৭ মার্চ মঙ্গলবার দোলযাত্রার দিনে শিয়ালদহ শাখায় একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। কৃষ্ণনগর, রানাঘাট, শান্তিপুর, নৈহাটি, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি, ডায়মন্ড হারবার, লক্ষ্মীকান্তপুর, সোনারপুর, বজবজ শাখায় সকালের দিকে এবং রাতের দিকে একাধিক ট্রেন বাতিল থাকবে। ৩৪৭১১ লক্ষ্মীকান্তপুর শিয়ালদা লোকাল, ৩৪৮১১ ডায়মন্ডহারবার শিয়ালদা লোকাল, ৩৪৯৩৫ নামখানা শিয়ালদা লোকাল, ৩৪১১২ শিয়ালদা বজবজ লোকাল-সহ দক্ষিণ শাখায় বহু ট্রেন বাতিল করা হয়েছে।

You might also like!