কলকাতা, ৭ অক্টোবর : প্রতীক্ষিত কার্নিভাল উপলক্ষ্যে সেজে উঠছে কলকাতার রেড রোড। কোভিড অতিমারির জন্য প্রায় দু’বছর বন্ধ থাকার পর শনিবার ফের রেড রোডে হতে চলেছে দুর্গাপুজোর কার্নিভাল। এই কার্নিভালে অংশ নেবে কলকাতার সেরা ১০২টি সেরা পুজো কমিটি। মুখ্যমন্ত্রী, বিশিষ্ট মানুষজন ছাড়াও এ বার এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ইউনেস্কোর প্রতিনিধিদের।
ইউনেস্কো দুর্গাপুজোকে আবহমান সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ায় এবারের কার্নিভাল আরও বর্ণময় ও জমকালো করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। ডেকরেটারের কর্মী, আলোকশিল্পী, কারও দম ফেলার সময় নেই এখন। পুলিশি প্রহরায় চলছে গোয়েন্দা নজরদারি। কার্নিভালে অংশগ্রহণকারী প্রতিটি পুজো কমিটি সর্বাধিক তিনটি গাড়ি আনতে পারবে। প্রতিমা-সহ গাড়ির উচ্চতা ১৬ ফুটের মধ্যে রাখতে হবে। যে গাড়িগুলি কার্নিভালে অংশগ্রহণ করবে, সেগুলির চালকের নাম-সহ যাবতীয় তথ্য স্থানীয় থানায় জমা দিতে হবে। গাড়িগুলির যান্ত্রিক কোনও ত্রুটি আছে কি না, তা-ও খতিয়ে দেখার পরামর্শ দেওয়া হয়েছে। প্রত্যেক পুজো কমিটিকে ৩ মিনিট করে সময় দেওয়া হয়েছে সাংস্কৃতিক উপস্থাপনার জন্য।