Festival and celebrations

2 years ago

দিল্লিতে ছট পূজা উদযাপনের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দ করল আপ সরকার

Chaat At Delhi
Chaat At Delhi

 

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : দিল্লি সরকার এবছর শহরের ১১০০টি জায়গায় ছট পূজার আয়োজন করবে এবং বিহার এবং পূর্ব উত্তর প্রদেশে ব্যাপক জনপ্রিয় উৎসব উদযাপনের সুবিধার্থে ২৫ কোটি টাকার বরাদ্দ অনুমোদন করেছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

শুক্রবার কেজরিওয়াল বলেন, এ বছর ২৮-৩১ অক্টোবরের মধ্যে পালিত হবে উৎসবের সময় লোকেরা সূর্য দেবতার পূজা করে। তিনি বলেন, দিল্লি সরকার জনগণ যাতে একটি আনন্দের সঙ্গে উদযাপন করে এবং তা নিশ্চিত করার জন্য সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। দিল্লির রাজস্ব মন্ত্রী কৈলাশ গেহলট ৬ অক্টোবর ছট পূজার প্রস্তুতি নিয়ে একটি পর্যালোচনা বৈঠক করেছেন। বুরারি বিধায়ক সঞ্জীব ঝা, বিভাগীয় কমিশনার এবং দিল্লির সমস্ত জেলা ম্যাজিস্ট্রেট বৈঠকে উপস্থিত ছিলেন।

You might also like!