Festival and celebrations

2 years ago

বিশুদ্ধ তান্ত্রিক মতে হয় সীমান্তের এই কালী পুজো

Kali Puja
Kali Puja

 

কোচবিহার, ১৪ অক্টোবর : সীমান্তবর্তী লাগোয়া কোচবিহারের এই মহকুমা শহর দিনহাটায় যে সমস্ত কালী পুজো করা হয় তার মধ্যে ‘নাম নেই সংঘের’ কালী পুজো অন্যতম প্রধান আকর্ষণ। বিশুদ্ধ তান্ত্রিক মতে হয় এই কালী পুজো। কোচবিহার জেলার দিনহাটা মহকুমায় বিশাল আকৃতির কালী পুজো করা হয় সংহতি ময়দানে। আনুমানিক প্রায় ২৯ ফুট উচ্চতা সম্পন্ন এই কালী প্রতিমা তৈরি করা হয় সংহতি ময়দানের মধ্যেই। দীর্ঘ প্রায় ৪৮ বছরের পুরনো এই পুজো।

পুজোর শুরুর সময় থেকে এই পুজো করা হয় সম্পূর্ণ বিশুদ্ধ তান্ত্রিক মতে। জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন ধরনের কালী পুজো ছড়িয়ে ছিটিয়ে থাকলেও। এই পুজো যেন একটু অন্যরকম ভাবে করা হয়ে আসছে শুরুর সময় থেকেই। এই পুজোয় শুধুমাত্র কোচবিহারবাসি নয় কোচবিহারবাসির পাশাপাশি বাংলাদেশের নাগরিকেরাও ভিড় জমান এই পুজো দেখতে। এখানের কালী পুজোর দিনে ১৫ দিনব্যাপী একটি বিরাট মেলাও বসতে দেখা যায় এই সংহতি ময়দানের মধ্যে। এই পুজোর মূর্তির পাশাপাশি অন্যতম একটি বিশেষত্ব হলো এই পুজোয় আনুমানিক পঞ্চাশটি বলির প্রথা প্রচলিত রয়েছে। সম্পূর্ণ বিশুদ্ধ তান্ত্রিক মতে এই কালী পুজো করা হয় বলে এই পুজোর নিয়ম-রীতি অন্যান্য কালি পুজো গুলির থেকে অনেকটাই আলাদা।

You might also like!