Festival and celebrations

2 years ago

বিসর্জনের পর একাদশীতে লাঠি কেনাবেচা ঘিরে অনুরণিত ঐতিহ্য বর্গীযুগের লাঠিমেলায়

Lathi Mela
Lathi Mela

 


বীরভূম, ৬ অক্টোবর  : বৃহস্পতিবার দুবরাজপুর ব্লকের কৃষ্ণনগর গ্রামের একদিনের লাঠিমেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ ছিল চরমে। বর্গী হামলা থেকে বাঁচতে একসময় বাড়িতে বাড়িতে লাঠি রাখার রেওয়াজ তৈরি হয় বীরভূমের কৃষ্ণনগর এবং পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে।

শতাব্দী প্রাচীন সেই রীতি ঘিরেই আজও বীরভূমের দুবরাজপুর ব্লকের কৃষ্ণনগর গ্রামে বিজয়া দশমীর পরদিন অর্থাৎ একাদশীতে বসে ঐতিহ্যবাহী লাঠি মেলা। মেলা মূলত দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তবে লাঠি কেনাবেচাতেই ঐতিহ্য এই মেলার।

লাহোগ্রাম, যশপুর, পছিয়াড়া, কান্তোড়, সালুঞ্চি-সহ এলাকার ১০-১২টি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য জমায়েত হয় কৃষ্ণনগর মেলা প্রাঙ্গণে। এই মেলায় মানুষের ভিড় উপচে পড়ে। শতাব্দী প্রাচীন লাঠি বা সম্প্রীতির মেলা প্রসঙ্গে বিশদে জানান এলাকার প্রবীণ নাগরিক কিরীটিভূষণ রক্ষিত ও যশপুর অঞ্চলের প্রধান শেখ রফিক।


You might also like!