Festival and celebrations

2 years ago

Bhai Phota : এ বছর কবে, কোন সময়ে দেবেন ভাইফোঁটা, জেনে নিন সব তথ্য

Bhai Phota 2022
Bhai Phota 2022

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভাইফোঁটা! নিছকই একতা সামাজিক রীতি নয়, ভাঙ্গন ধরা সমাজে এক চিলতে বিন্নিসুতোয় বাধা একটা আবেগ যার প্রকাশ হয় এই বলে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যম দুয়ারে পড়ল কাঁটা ... নিছকই আদ্দিকালের ছড়া নয় এতে রয়েছে ভাই-বোনের সম্পর্কের সেই আবেদন যা সমাজ ও সংসারে পরিপূর্ণতা আনে। সারাবছর ফুনসুটির এই সম্পর্ক কে জাহির করতে কিন্তু মুখিয়ে থাকে দু'পক্ষই। 

তবে ভাইফোঁটা নিয়ে এক একটি পরিবারে এক এক রকমের নিয়ম। কারও বাড়িতে কার্তিক মাসের শুক্লা প্রতিপদে ভাইফোঁটা হয়। কারও বাড়িতে আবার দ্বিতীয়ার দিনে এই উদযাপনের নিয়ম। এই তিথিকে সে কারণেই ‘ভ্রাতৃ দ্বিতীয়া’ও বলা হয়ে থাকে। ভাইফোঁটা মানেই শুধু হই হুল্লোড় করে খাওয়া দাওয়া তাই নয়, সঙ্গে থাকে সাড়ম্বরে পুজো করার আয়োজন।বোনেরা ভাইয়ের কপালে ঘি-চন্দন-কাজলের ফোঁটা এঁকে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন। এই বিশেষ রীতি পালনের জন্যও একটি নির্দিষ্ট তিথি আছে। 

এ বছর অক্টোবর মাসের ২৬ ও ২৭ তারিখ মিলিয়ে পড়েছে ভাইফোঁটার তিথি। যদিও এই বছর দীপাবলিতে সূর্যগ্রহণ থাকায় কত তারিখে ভাইফোঁটা পালিত হবে, তা নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।কার্তিক মাসের শুক্লা প্রতিপদের সময় এই বছর শুরু হয়েছে ২৫ অক্টোবর, বিকেল ৪টে ১৮ মিনিটে। প্রতিপদ শেষ হবে ২৬ অক্টোবর, দুপুর ২টো ৪২ মিনিটে।দ্বিতীয়াতে ফোঁটা দেওয়ার সময় শুরু হবে ২৬শে অক্টোবর দুপুর ২টো ৪২ মিনিটে, আর শেষ হবে ২৭ শে অক্টোবর দুপুর ১২ টা ৪২ মিনিটে। 


You might also like!