Festival and celebrations

2 years ago

Sitar festival : শুক্রবার থেকে ৩ দিনের সেতার ফেস্টিভ্যাল

Sitar fastival at Kolkata
Sitar fastival at Kolkata

 

কলকাতা : বাবা আলাউদ্দিন খাঁয়ের কন্যা অন্নপূর্ণা দেবী ছিলেন 'নিভৃতবাসিনী বীণাপানি। তাঁর স্মরণে তৈরি অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন প্রতি বছরই যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানের আসর বসায় এই শহরে। গতবছর সরোদের পরে এবছর ১০ মার্চ থেকে শুরু হতে চলেছে তিনদিনব্যাপী সেতার ফেস্টিভ্যাল।

১০ মার্চ সঙ্গীত পরিবেশন করবেন বিদুষী মিতা নাগ, তবলা সহযোগিতায় ইন্দ্রাণী মল্লিক। পরে পণ্ডিত সুরেন্দ্র রাও, তলায় পণ্ডিত তন্ময় বোস। পরের দিন ১১ মার্চ তবলা ও হারে পূর্বায়ন চট্টোপাধ্যায়, তবলায় ঈশান ঘোষ। পরে হরশঙ্কর ভট্টাচার্য, তবলায় পরিমল চক্রবর্তী। ১২ মার্চ, উৎসবের শেষদিনে সঙ্গীত পরিবেশন করবেন সাহানা ব্যানার্জি, রফিক খান। সেতার বাজাবেন শাহিদ পারভেজ, তবলা সহযোগিতায় হিন্দোল মজুমদার।

সেতারের ছয় ঘরানার সুরে মেতে উঠবে বসন্তের তিন সন্ধ্যা। সেতারের বিশিষ্ট শিল্পীদের সঙ্গে সঙ্গত করবেন বিশিষ্ট তালবাদ্য শিল্পীরা। অনুষ্ঠান হবে জি ডি বিড়লা সভাঘরে, প্রতিদিন সন্ধে ছ'টায়। যেখানে সেতার পরিবেশনা করবেন বিভিন্ন ঘরানার বিশিষ্ট সঙ্গীত গুণীরা। তা মাইহার, বিষ্ণুপুর, ইন্দোর, রামপুর সেনিয়া, কিরানা, ইটাওয়া যে কোনও - ঘরেরই হোক।

You might also like!