Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

1 month ago

Social Media Storm:সমালোচনার মাঝে মধুবনীর পাশে রাজা, কড়া বার্তা— ‘ভদ্রতাকে যেন দুর্বলতা মনে না করা হয়’

Raja stands by Madhubani
Raja stands by Madhubani

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার জনপ্রিয় টেলিভিশন জুটি রাজা চৌধুরী এবং মধুবনী গোস্বামী ফের উঠে এলেন বিতর্কের কেন্দ্রে। তাঁরা চিরকালই দর্শকদের বেশ প্রিয় জুটি। ছোটপর্দা থেকেই শুরু হয়েছিল তাঁদের প্রেম, তারপরে সেই প্রেম গড়িয়েছে বাস্তবেও। বর্তমানে সংসার করছেন তাঁরা। নায়িকা বর্তমানে অভিনয় থেকে দূরে, তবে চুটিয়ে অভিনয় করছেন নায়ক। কিন্তু হঠাৎ তাঁরা খবরের শিরোনামমে। কেন? কারণ  সম্প্রতি মধুবনীর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় জোর সমালোচনা। নানাজনের নানা মন্তব্যে পোস্টটি নিয়ে তৈরি হয় বিভাজন। উত্তর দেওয়ার জন্য অবশ্য সোশ্যাল মিডিয়াকেই বেছে নিয়েছেন তাঁরা। কিন্তু এমন কী পোস্ট করেছিলেন অভিনেতা রাজা গোস্বামী (Raja Goswami) ও মধুবনী গোস্বামী (Madhubani Goswami)? 

সোশ্যাল মিডিয়ায় সদ্যই একটি পোস্ট করেছিলেন রাজা। সেখানে তিনি লিখেছিলেন, 'মাধ্যমিকের স্টার পাবার পর যখন উচ্চমাধ্যমিকে second division পেয়েছিলাম তখন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী সবাই বলেছিল “এ ছেলের আর কিছু হবে না” গোল্লায় গেছে, আজকের তারিখে ইশ্বরের কৃপায়, মা বাবার আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মধুবনী আর আমার কলকাতার বুকে ১টা নয় ২ টো নয় ৩টে নয় যাক গে কতগুলি property আমাদের নাই বা বললাম শুধু এটুকু বলি, ওনারা বুঝতে পারেননি স্কুলের পরীক্ষার result আর জীবনের পরীক্ষার result সব সময় নাও মিলতে পারে.. এক আর এক দুই না হয়ে কখনো কখনো ১১ ও হয় , জীবনে কখনো কখনো logic নয় magic কাজ করে' (অপরিবর্তিত)।

রাজার এই পোস্টে একাধিক বিরূপ মন্তব্য আসতে শুরু করে। অনেকেই বিবিধ অভিযোগ তুলতে থাকে। এর পরে, আরেকটি পোস্ট করেন রাজা। আমি যদি কোনও কিছু নিয়ে মুখ না খুলি, তার মানে এই নয় আমি বোকার মতো সবকিছু মেনে নিই। আমি ভদ্র, শিক্ষিত, মার্জিত। তাই বলে কেউ যেন ভাববেন না আমি দুর্বল। আমি B.Tech IT ইঞ্জিনিয়ার, মাধ্যমিকে পেয়েছি ৯১.৯১ শতাংশ। সম্মানের সঙ্গে চাকরি ছেড়ে অভিনয়ে এসেছি, কারণ এটা আমার ভালবাসা।”
এই পোস্টেও একাধিক নেতিবাচক মন্তব্য আসে।অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিনে মধুবনীর কিছু পোস্ট নিয়ে নেটিজেনদের একাংশের কটাক্ষ শুরু হয়। কেউ বলেছেন ‘ওভার এক্সপ্রেশন’, কেউ আবার তুলেছেন পুরনো ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ। কখনও তাঁর শাখা পলা নিয়ে করা পোস্ট তো কখনও সন্তানের জন্য অভিনয় ছেড়ে দেওয়ার পোস্ট। মধুবনী যদিও কোনও প্রতিক্রিয়া দেননি, তবে রাজা তাঁর স্ত্রীর পাশে দাঁড়িয়ে সাফ জানিয়ে দিলেন—তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অহেতুক মন্তব্য সহ্য করা হবে না।

You might also like!