Breaking News
 
GOAT Tour: কলকাতায় মেসি-উন্মাদনা—কিং খানের সঙ্গে ফ্রেমবন্দি আর্জেন্তাইন মহাতারকা Shivraj Patil death: অসুস্থতা কেড়ে নিল প্রাণ, প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ পাটিল Khaleda Zia's Health Deteriorates: শারীরিক অবস্থার অবনতি, ভেন্টিলেশনে খালেদা জিয়া WB HS Exam: বড় স্বস্তি পেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা! প্রশ্নপত্র পড়ার জন্য এবার দেওয়া হবে অতিরিক্ত ১০ মিনিট—শিক্ষা সংসদের গুরুত্বপূর্ণ ঘোষণা Hardik Pandya: মাহিকা আসায় জীবন বদলে গেছে! পাপারাজ্জিদের সঙ্গে বিতর্কের পর প্রেমিকার প্রশংসায় পঞ্চমুখ হার্দিক পান্ডিয়া Humayun Kabir: বিস্ফোরক অভিযোগ! সৌদি আরবের ক্বারী এনেছেন বলে দাবি, কিন্তু তারা রাজ্যেরই বাসিন্দা—মসজিদের শিলান্যাস করে ফের বিতর্কে হুমায়ুন

 

Entertainment

3 days ago

kanchan-Sreemoyee: তারকা জুটির ঘরে নতুন সদস্যের আগমন, কৃষভির সঙ্গে খেলায় ব্যস্ত আগত বন্ধু

Actor Kanchan Mullick and actress Sreemoyee Chattoraj With Krishvi
Actor Kanchan Mullick and actress Sreemoyee Chattoraj With Krishvi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাত্র এক বছর আগেই আইনি বিয়ে সেরে নেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তারপর প্রায় সাড়ে ৮ মাসের মাথায় কোল আলো করে এসেছেন তাঁদের কন্যা কৃষভি। এখন ঘর ভরে উঠেছে আনন্দে, ছোট্ট মেয়ে আর তার বাবা-মায়ের সঙ্গে। সম্প্রতি এই তারকা দম্পতি সকলকে সুখবর দিলেন নতুন পোষ্যের মাধ্যমে। 

ভিডিয়োর শুরুতেই দেখা গিয়েছে কাঞ্চন-কন্যা আধো আধো বুলিতে নানা কথা বলার চেষ্টা করছে, কিন্তু খানিক ভয়ও পাচ্ছে। ছোটদের ক্ষেত্রে যা একেবারেই স্বাভাবিক। আর মেয়েকে সাহস জোগাতে কাঞ্চন বলছেন, ‘কিচ্ছু করবে না।’ তারপর পোষ্যের উদ্দেশ্যে অভিনেতাকে বলতে শোনা যায়, আয় আয় আদর করে দিই আয়।' আর এই আদরের কথা শুনেই কৃষভি ফ্লাইং কিস দিতে শুরু করে বাড়ির নতুন সদস্যকে। তারপর কাঞ্চন যখন পোষ্যকে 'সিট' বলে তা শুনে শুনে কৃষভিও আধো আধো স্বরে ‘সিট, সিট’ বলতে শুরু করে। তারপর কৃষভি পোষ্যে সঙ্গে খেলতে খেলতে খানিক ব্যস্ত হয়ে পড়লে মেয়েকে কোল থেকে নামিয়ে দিতেই কৃষভি পিছনে ঘুরে বাবাকে খুঁজলে কাঞ্চন বলে ওঠেন, ‘আমি আছি আমি আছি।’ তা শুনে ফের কৃষভি বাবার কোলে উঠতে এলে অভিনেতা বলেন, ‘কিচ্ছু করবে না, ওতো বন্ধু, এটা কিন্তু ভাই। বলে দাও ভাই।’ 

ভিডিওটি শেয়ার করে শ্রীময়ী লিখেছেন, “আমাদের কৃষভীর নতুন খেলার সাথী।” এই মুহূর্তে স্পষ্ট হয়ে যায়, তারকা দম্পতির সংসার এখন সত্যিই আনন্দে ভরপুর। বয়সের ফারাক, দ্রুত বিয়ে এবং সন্তানের আগমনের পরেও তাঁরা সকল কটাক্ষের মধ্যেও নিজেদের জীবন চুটিয়ে উপভোগ করছেন। কাঞ্চন-শ্রীময়ী অর্থাৎ তারকা দম্পতির এই ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশ হয়েছে।  

You might also like!