Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

Entertainment

2 months ago

Pokkhirajer Dim: অনির্বাণ ভট্টাচার্যের নতুন অবতার,ট্রেলারে মজল দর্শকমন!

Pokkhirajer Dim
Pokkhirajer Dim

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শেষমেশ বহু প্রতীক্ষার পর আসছে সৌকর্য ঘোষালের নতুন ছবি ‘পক্ষীরাজের ডিম’। মুক্তির নানা জটিলতা কাটিয়ে আগামী ১৩ জুন ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে। ইতিমধ্যেই ট্রেলার প্রকাশ্যে এসেছে এবং তা ঘিরে উত্তেজনা তুঙ্গে। ছবিতে আছে কল্পনা, বিজ্ঞান আর রূপকথার অসাধারণ মিশ্রণ, যা দর্শকদের ফিরিয়ে  নিয়ে যাবে শৈশবের স্বপ্নের জগতে। 'রেনবো জেলি'-র পপিন্স ও ঘোঁতনের জুটি আবার ফিরছে, তবে এবার এক নতুন অবতারে।

ট্রেলারে দেখা গেছে, ঘোঁতন অঙ্কে একেবারেই কাঁচা। এমনকি তাকে অঙ্ক শেখালে আর্কিমিডিসও অঙ্ক ভুলে যাবেন, এমন মজার মন্তব্য করেছেন অনির্বাণ ভট্টাচার্য, যিনি ছবিতে অভিনয় করছেন বটব্যাল নামের এক খ্যাপাটে বিজ্ঞানীর ভূমিকায়। কিন্তু ঘোঁতন দমবার পাত্র নয়। সে অঙ্ক শেখার চেষ্টায় বারবার ছুটে যায় স্যারের  কাছে। একদিন হঠাৎ তার হাতে আসে এক অদ্ভুত জিনিস, যার নাম সে দেয়—‘পক্ষীরাজের ডিম’। আর সেই ডিম দিয়েই ছবিতে অনির্বাণকে ঘুষ দেওয়ার কথা ভাবে সে।  কিন্তু, সত্যিই কি সেই ডিম অঙ্কের সমস্যার সমাধান করতে পারবে? না কি ঘোঁতনের সামনে খুলে যাবে অন্য কোনো রহস্যের দরজা?  উত্তর মিলবে ১৩ জুন, সিনেমা হলে।


ছবিতে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা শ্যামল চক্রবর্তী, যিনি ‘বল্লভপুরের রূপকথা’ ছবিতে 'মনোহর'-এর চরিত্রে মন কেড়েছিলেন দর্শকদের। এছাড়াও অভিনয় করছেন অনুমেঘা বন্দ্যোপাধ্যায় ও মহাব্রত বসু, যারা ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কাড়বেন বলেই মনে করা হচ্ছে। সবমিলিয়ে ‘পক্ষীরাজের ডিম’ শুধু একটি শিশু-কিশোর ঘরানার ছবি নয়, বরং সব বয়সী দর্শকের জন্য এক মনভোলানো রূপকথার অভিজ্ঞতা হতে চলেছে। তবে  এখন অপেক্ষা শুধু ১৩ জুনের, যখন রূপকথা, অঙ্ক আর কল্পবিজ্ঞানের এক রঙিন জগতে ভেসে যাবেন দর্শক। 

You might also like!