International

5 days ago

Bay of Bengal earthquake:রাশিয়া-জাপান সুনামির মাঝেই বঙ্গোপসাগরে দেড় ঘণ্টায় ৪ ভূমিকম্প, এবার কি ভারতীয় উপকূলে সুনামির আশঙ্কা?

Bay of Bengal earthquake,
Bay of Bengal earthquake,

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : রাশিয়ার ভয়াবহ ভূমিকম্প এবং তার জেরে একাধিক জায়গায় সুনামি আছড়ে পড়ার ঘটনার রেশ এখনও ঠেকেনি। এর মধ্যেই নতুন করে উদ্বেগ ছড়াল বঙ্গোপসাগরে। সূত্রের খবর, মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে এখানে ৪টি ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (USGS) জানিয়েছে, প্রথম কম্পনটি হয়েছে মঙ্গলবার গভীর রাতে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল আন্দামানের পোর্ট ব্লেয়ারের ২৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫।

এরপর সেই সংলগ্ন এলাকাতেই পরপর তিনটি ভূমিকম্প হয়। সেগুলি যথাক্রমে ৪.৯, ৪.৬ এবং ৬ মাত্রার ভূমিকম্প ছিল। তবে এসব ভূমিকম্পে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। এদিকে রাশিয়ার ভূমিকম্পের কারণেও ভারত ও ভারত মহাসাগরের জন্য কোনও সুনামির হুমকি নেই বলে জানিয়েছে ভারতীয় সুনামি সতর্কীকরণ পরিষেবা।

অবশ্য মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থা অনুসারে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে এমন দেশ ও দ্বীপপুঞ্জের সম্পূর্ণ তালিকা এখানে দেওয়া হল- সুনামির ঢেউ ৩ মিটারের বেশি হতে পারে: ইকুয়েডর, রাশিয়া, উত্তর-পশ্চিম হাওয়াইয়ান দ্বীপপুঞ্জ। সুনামির ঢেউ ১ থেকে ৩ মিটারের মধ্যে হতে পারে: চিলি, কোস্টা রিকা, ফরাসি পলিনেশিয়া, গুয়াম, হাওয়াই, জাপান, জার্ভিস দ্বীপ, জনস্টন অ্যাটল, কিরিবাতি, মিডওয়ে দ্বীপ, পালমিরা দ্বীপ, পেরু, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ।

এদিকে সুনামির ঢেউ ০.৩ থেকে ১ মিটারের মধ্যে হতে পারে: অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া, চুক, কলম্বিয়া, কুক দ্বীপপুঞ্জ, এল সালভাদোর, ফিজি, গুয়াতেমালা, হাওল্যান্ড এবং বেকার দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, কেরমাডেক দ্বীপপুঞ্জ, কোসরা মার্শাল দ্বীপপুঞ্জ, মেক্সিকো, নাউরু, নিউ ক্যালেডোনিয়া, নিউজিল্যান্ড, নিকারাগুয়া, নিউই, উত্তর মারিয়ানা দ্বীপপুঞ্জ, পালাউ, পানামা।

এছাড়াও ০.৩ থেকে ১ মিটারের ঢেউ আছড়ে পড়বে পাপুয়া নিউ গিনি, ফিলিপিন্স, পিটকেয়ার্ন দ্বীপপুঞ্জ, পোহনপেই, তাইওয়ান, টোকেলাউ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু, ওয়েক আইল্যান্ড, ওয়ালিস এবং ফুটুনা, আমেরিকান সামোয়া, ইয়াপ। সুনামির ঢেউ ০.৩ মিটারের কম হতে পারে: ব্রুনাই, চিন, উত্তর কোরিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, নিউজিল্যান্ড।


You might also like!