Country

1 month ago

Uttarakhand Rain Alert: দেবভূমিতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, আর্দ্র আবহাওয়া কাশ্মীরে

Uttarakhand Rain Alert
Uttarakhand Rain Alert

 

নয়াদিল্লি, ১২ জুলাই : দেবভূমি উত্তরাখণ্ডের বিভিন্ন জেলায় আগামী ১৫ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১৩ জুলাই (রবিবার) দেহরাদূন, নৈনিতাল এবং বাগেশ্বরে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। উত্তরাখণ্ডে বৃষ্টিপাত এবং ভূমিধসের কারণে অনেক পাহাড়ি রাস্তা অবরুদ্ধ অবস্থায় রয়েছে, সেই রাস্তাগুলি খুলে দেওয়ার অক্লান্ত চেষ্টা চালাচ্ছে প্রশাসন। এদিকে, জম্মু ও কাশ্মীরে আগামী ১৩ জুলাই পর্যন্ত গরম ও আর্দ্রতাজনিত আবহাওয়া থাকবে, মাঝেমধ্যে আবার জম্মু ও কাশ্মীরের কোথাও কোথাও স্বল্প বৃষ্টিও হতে পারে। এরপর ১৪-১৬ জুলাই অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এর আগে, শুক্রবার সন্ধ্যাতেই জম্মু ও কাশ্মীরের কোথাও দমকা হাওয়া, সঙ্গে ভারী বৃষ্টিপাতও হয়।

You might also like!