
নয়াদিল্লি, ২১ মে : ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে তাঁর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "মৃত্যুবার্ষিকীতে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীজীর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছি।"
৩৪-তম মৃত্যু বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে কংগ্রেসও। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী দিল্লির বীরভূমিতে রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন। এছাড়াও কংগ্রেস নেতা শচীন পাইলটও রাজীব গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
