
জয়পুর, ১৩ ডিসেম্বর : শুক্রবার মিষ্টি খেয়েছিলেন। তার পর থেকেই পেট ব্যথা, বমি। গুরুতর অসুস্থ হয়ে পড়েন রাজস্থানের জয়পুরের ১০ পুলিশ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাদ্য সুরক্ষা আধিকারিক নরেশ কুমার বলেন, ‘অভিযোগ পাওয়া মাত্র ওই মিষ্টির দোকানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। নমুনা সংগ্রহ করা হয়েছে। দোকান সিল করে দেওয়া হয়েছে।' পুলিশ সূত্রের খবর, শুক্রবার জয়পুরের একটি মিষ্টির দোকান থেকে মিষ্টি খেয়েছিলেন কয়েকজন পুলিশ কর্মী। মিষ্টি খাওয়ার পর ১০ জন পুলিশ কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাঁরা এই মুহূর্তে হাসপাতালে ভর্তি।
