
শিমলা, ১৩ ডিসেম্বর : হিমাচল প্রদেশে তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। হতে পারে বৃষ্টিও। হিমাচল প্রদেশের উঁচু পাহাড়ে আগামী ৪৮ ঘণ্টায় হালকা তুষারপাত এবং বৃষ্টিপাত প্রত্যাশিত। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চাম্বা, কিন্নৌর ও কুল্লু এবং লাহুল ও স্পিতি জেলার উঁচু পাহাড়ে হালকা তুষারপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে, ১৭ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের বাকি অংশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ঠান্ডায় কাঁপতে শুরু করেছে হিমাচল প্রদেশ। শিমলার পাশাপাশি মানালি ও কুল্লুতেও কনকনে ঠান্ডা রয়েছে। এমতাবস্থায় তুষারপাত হলে শীতের দাপট আরও বাড়তে পারে। একইসঙ্গে দীর্ঘ শুষ্ক আবহাওয়ার পর বৃষ্টি হলে স্বস্তিও পাবেন হিমাচলের বাসিন্দারা।
