Country

1 month ago

Gujarat:গুজরাটের ছোটা উদয়পুরে গাছে ধাক্কা গাড়ির; মৃত্যু একজনের, আহত ১০

Chhota Udaipur crash
Chhota Udaipur crash

 

ছোটা উদয়পুর, ২০ জুলাই : গুজরাটের ছোটা উদয়পুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল একটি যাত্রীবোঝাই ইকো গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মৃতের নাম - রমেশ সোলাঙ্কি। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে বোদেলির পিঠা গ্রামের কাছে।

পুলিশ জানিয়েছে, গোন্ডাল থেকে মধ্যপ্রদেশগামী একটি ইকো গাড়ি বোদেলির পিঠা গ্রামের কাছে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় রমেশ সোলাঙ্কি নামে একজনের মৃত্যু হয়েছে এবং ১০ জন আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বোদেলি পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে পৌঁছেছে।


You might also like!