
জোহানেসবার্গে, ২৮ মে : ভারত কখনও যুদ্ধ শুরু করেনি, দক্ষিণ কোরিয়ার জোহানেসবার্গে এমনটাই বললেন এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলে। তিনি বলেছেন, "আমরা শান্তি চাই, কিন্তু আমাদের পরিশ্রমী, নিরীহ আত্মাদের হারানোর বিনিময়ে নয়।" এনসিপি (এসসিপি) সাংসদ সুপ্রিয়া সুলের নেতৃত্বাধীন একটি দল এখন দক্ষিণ কোরিয়ার জোহানেসবার্গে রয়েছে। সেখানে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের স্বরূপ তুলে ধরেন সুপ্রিয়া সুলে।
জোহানেসবার্গে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মত বিনিময়ের সময় সুপ্রিয়া সুলে বলেছেন, "প্রধানমন্ত্রী মোদী চেয়েছিলেন, অপারেশন সিঁদুর কেবল ভারত ও পাকিস্তানের মধ্যেই সীমাবদ্ধ না থাকুক, পহেলগাম আমাদের সকলের অভিজ্ঞতার মধ্যে সবচেয়ে মর্মান্তিক এবং বেদনাদায়ক অভিজ্ঞতা, অনেক নিরীহ মানুষের জীবন ধ্বংস হয়ে গিয়েছে। এটি ভারতের আত্মার উপর আক্রমণ ছিল। অতএব, বিশ্বকে সত্যটি জানাতে হবে যে আমরা সন্ত্রাসবাদ সহ্য করব না।"
