Country

1 month ago

Kavinder Gupta: লাদাখের জনগণের জন্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করব,কবিন্দর গুপ্তা

Kavinder Gupta
Kavinder Gupta

 

জম্মু, ১৪ জুলাই : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী এবং প্রবীণ বিজেপি নেতা কবিন্দর গুপ্তাকে লাদাখের নতুন উপ-রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাদাখের উপ-রাজ্যপাল ব্রিগেডিয়ার (ডঃ) বি ডি মিশ্র (অবসরপ্রাপ্ত) পদত্যাগের পর কবিন্দর গুপ্তাকে নতুন উপ-রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। এদিন জম্মুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কবিন্দর গুপ্তা বলেছেন, "আমি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারা আমাকে এই দায়িত্বের যোগ্য মনে করেছেন, এবং এখন তাদের প্রত্যাশা পূরণ করা আমার দায়িত্ব। আমি লাদাখের জনগণের জন্য পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করব।"

You might also like!