Country

1 month ago

Himachal Pradesh Floods: হিমাচলে বৃষ্টির তাণ্ডব, ১৭ জুলাই পর্যন্ত জারি সতর্কতা

A scene from Manali in Himachal Pradesh
A scene from Manali in Himachal Pradesh

 

শিমলা, ১১ জুলাই : হিমাচল প্রদেশে বর্ষার থাবা ক্রমশই বেড়েই হচ্ছে। শুক্রবার আগামী ১৭ জুলাই পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। ১১ ও ১২ জুলাই থাকবে হলুদ সতর্কতা, কিন্তু ১৩ জুলাইয়ের জন্য জারি হয়েছে কমলা সতর্কতা। এরপর ১৪ থেকে ১৭ জুলাই পর্যন্ত ফের হলুদ সতর্কতা থাকবে বলেই পূর্বাভাস। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের বহু এলাকায় বৃষ্টির দাপট অব্যাহত। প্রবল বৃষ্টির জেরে একদিকে যেমন ভূমিধসের আশঙ্কা বাড়ছে, তেমনই বিপর্যস্ত হচ্ছে জনজীবন। শুক্রবার সকাল পর্যন্ত ২২৩টি রাস্তা বন্ধ হয়ে গেছে, যার মধ্যে রয়েছে একটি জাতীয় সড়কও। ১৫১টি বিদ্যুৎ ট্রান্সফর্মার ও ৮১৫টি পানীয় জল প্রকল্পেও প্রভাব পড়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা মাণ্ডি, যেখানে ১৬৬টি রাস্তা, ১৪৩টি ট্রান্সফর্মার ও ২০৪টি পানীয় জল প্রকল্প সম্পূর্ণ বিকল।

এখনও পর্যন্ত হিমাচল প্রদেশে রাজ্যে বৃষ্টিজনিত কারণে প্রাণ হারিয়েছেন ৯১ জন, নিখোঁজ ৩৪ জন এবং আহত হয়েছেন ১৩১ জন। ধ্বংস হয়েছে ৪৩২টি ঘর, আংশিক ক্ষতিগ্রস্ত ৯২৮টি। এছাড়াও ২২৪টি দোকান ও ৮৮০টি গোশালা ধ্বংস হয়েছে। এই বিপর্যয়ে হিমাচলের আর্থিক ক্ষতির পরিমাণ ইতিমধ্যেই ৭৪৯ কোটি টাকার কাছাকাছি পৌঁছে গেছে। যার মধ্যে শুধুমাত্র জলশক্তি দফতরের ক্ষতি ৪০৪ কোটি এবং পিডব্লুডির ক্ষতি ৩২৭ কোটি টাকা বলে জানানো হয়েছে।

You might also like!