Country

1 month ago

Jammu-Kashmir Train Accident:জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় লাইনচ্যুত মালগাড়ি, বিঘ্নিত রেল পরিষেবা

Kathua train accident
Kathua train accident

 

কাঠুয়া, ১০ জুলাই : জম্মু ও কাশ্মীরের কাঠুয়া ও লখনপুরের মধ্যে লাইনচ্যুত হয়ে গেল একটি মালগাড়ি। যার ফলে জম্মু-পাঠানকোট রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। দুর্ঘটনাটি বৃহস্পতিবার সকালে ঘটে এবং কোনও হতাহতের ঘটনা না ঘটলেও, বেশ কয়েকটি ট্রেন বিলম্বিত হয়েছে। প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে কাঠুয়া ও লখনপুরের মাঝামাঝি কাঠুয়া রেলওয়ে স্টেশনের কাছে মালগাড়িটি লাইনচ্যুত হয়েছে। এর ফলে জম্মু-পাঠানকোট রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যান্ত্রিক ত্রুটির কারণে লাইনচ্যুত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। বেশ কয়েকটি ট্রেন বিলম্বিত হয়েছে, যার ফলে যাত্রীদের অসুবিধা হয়েছে।

You might also like!