
নয়াদিল্লি ও তেহরান, ১৭ জুন : ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে ইরান-ইজরায়েল সংঘাত। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করেই তড়িঘড়ি ইরানে থাকা ভারতীয়দের ইতিমধ্যেই সেই দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে ভারত। নিরাপত্তার কারণে দূতাবাসের ব্যবস্থাপনায় তেহরানে থাকা ভারতীয় শিক্ষার্থীদের শহর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। যাঁরা নিজেরা যেতে পারবেন এমন বাসিন্দাদেরও শহর থেকে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরিস্থিতি বিবেচনা করে। কিছু ভারতীয়কে আর্মেনিয়ার সীমান্ত দিয়ে ইরান ত্যাগ করার ব্যবস্থা করা হয়েছে।
