Country

1 month ago

Earthquake felt in haryana: হরিয়ানার ঝাজ্জরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প, আতঙ্ক রোহতকেও

Earthquake felt in haryana
Earthquake felt in haryana

 

রোহতক, ১০ জুলাই : ফের ভূমিকম্পে কেঁপে উঠল জাতীয় রাজধানী দিল্লি। বৃহস্পতিবার সকালে দিল্লি-এনসিআর-এ জোরালো তীব্রতার ভূকম্পন অনুভূত হয়। বৃহস্পতিবার সকাল ৯.০৪ মিনিট নাগাদ হরিয়ানার ঝাজ্জরে ৪.৪ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। দিল্লি-এনসিআর-এও কম্পন টের পাওয়া যায়। হরিয়ানার রোহতকেও কম্পন টের পাওয়া যায়। কম্পন অনুভূত হয় সোনিপতেও। ভূকম্পনে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে দুই শহরের মানুষ তাদের বাড়ি–ঘর, অফিস এবং দোকান থেকে বেরিয়ে খোলা জায়গায় ছুটে আসেন। প্রাণহানির কোনও খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র। ঝাজ্জর থেকে ৩ কিলোমিটার উত্তর-পূর্বে এবং রোহতক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে এবং নতুন দিল্লি থেকে ৫১ কিলোমিটার পশ্চিমে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল।

You might also like!