Country

1 month ago

Rohtak Mild earthquake: রোহতকে ফের ভূমিকম্প, ভূকম্পের কেন্দ্রস্থল ভালৌত গ্রাম

Mild earthquake jolts Rohtak, Haryana
Mild earthquake jolts Rohtak, Haryana

 

রোহতক, ১৭ জুলাই : তৃতীয়বারের মতো রোহতকে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূকম্পনের জেরে মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত ভূমিকম্পের কারণে কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। বারবার ভূমিকম্পের কারণে মানুষজনের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বুধবার রাত ১২:৪৬ মিনিটে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে মানুষ ঘুম থেকে জেগে উঠে ঘর থেকে বেরিয়ে আসেন। গত দশ দিনে তৃতীয়বারের মতো ভূকম্পন অনুভূত হয়েছে এবং এবারও কেন্দ্রস্থল ভালৌত গ্রাম।

You might also like!