Country

1 month ago

Spiritual Surge: শ্রাবণ মাসের প্রথম দিনে দেশজুড়ে মন্দিরে মন্দিরে ভক্তদের ভিড়

Shravan month 2025
Shravan month 2025

 

নয়াদিল্লি, ১১ জুলাই : শুক্রবার থেকে শুরু শ্রাবণ মাস। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস এই দিন ভগবান শিবের পুজো করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এই উপলক্ষে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে হয় আরতি। 'শ্রাবণ'-এর প্রথম দিনে বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দিরে প্রার্থনা করার জন্য ভক্তদের ভিড় দেখা যায়। পবিত্র শ্রাবণ মাসের প্রথম দিনে হরিদ্বারের দক্ষেশ্বর মহাদেব মন্দিরে ভক্তদের প্রার্থনা করতে দেখা যায় এদিন সকাল থেকে। 'শ্রাবণ'-এর প্রথম দিনে কানপুরে আনন্দেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনার জন্য ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। 'শ্রাবণ' মাসের প্রথম দিনে প্রার্থনা করার জন্য অযোধ্যার ক্ষীরেশ্বরনাথ মহাদেব মন্দিরে ভক্তদের ভিড় দেখা যায়। শ্রাবণ মাসের প্রথম দিনে কাল্কাজির প্রাচীন শ্রী ভৈরব মন্দিরে ভক্তদের প্রার্থনা করতে দেখা যায়।

You might also like!